• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সরাসরি সম্প্রচার হবে অনলাইনে

১৮০ কোটি টাকার র‌্যাফেল ড্র ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ সেপ্টেম্বর ২০২১, ২০:২৭
১৮০ কোটি টাকার র‌্যাফেল ড্র ঘোষণা

মানুষ নিজের ভাগ্য বদলাতে কখনও কখনও লটারির টিকিট কাটেন। এতে কিছু মানুষের ভাগ্য বদলালেও বেশিভাগের ভাগ্য বদলায় না। স্বল্প মানুষের ভাগ্য বদলাতে সংযুক্ত আরব আমিরাতের একটি কম্পানি লটারির ব্যবস্থা করেছে। এটি দেশটির ইতিহাসে সবচেয়ে বড় র‌্যাফেল ড্র।

এমিরেটস ড্র নামের কোম্পানির এই উদ্যোগে গ্র্যান্ড প্রাইজ থাকবে প্রায় ১৮০ কোটি ৪৩ লাখ টাকা (৭৭ মিলিয়ন দিরহাম)। সূত্র: খালিজ টাইমস।

খবরে বলা হয়েছে, এই র‌্যাফেল ড্রতে অংশগ্রহণ করতে কোম্পানির ওয়েবসাইট বা তাদের অনুমোদিত বিক্রেতার কাছ থেকে ৫০ দিরহামের একটি প্রবাল কিট (কোরাল পলিপ) কিনতে হবে।

অনলাইনে রেজিস্ট্রেশনের সময় ক্রেতারা তাদের সাত অংকের নম্বর নিজেরা বেছে নিতে পারবেন অথবা দৈবচয়নভিত্তিতে সিস্টেম একটি নম্বর দেবে। একবার নির্বাচন করার পর তা একই অংক আর কেউ পাবে না।

প্রতি সপ্তাহে সাতজন ভাগ্যবান র‌্যাফেল ড্র জিততে পারবেন। প্রতিটির পুরস্কার ৭৭ হাজার ৭৭৭ দিরহাম। ড্র অনুষ্ঠানটি আমিরাতের সময় প্রতি শনিবার সন্ধ্যা ৭টায় অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে। আর গ্র্যান্ড প্রাইজ থাকবে ৭৭ মিলিয়ন দিরহাম।

প্রথম ড্র ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • মধ্যপ্রাচ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাগলা মসজিদে সাড়ে ৭ ঘণ্টায় পাওয়া গেল যত টাকা 
মাদকের টাকার জন্য স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দিলেন স্বামী
ঘরে বসেই করা যাবে ডেঙ্গু পরীক্ষা, খরচ ১২০ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে ২৭ বস্তা টাকা, ৪ ঘণ্টায় গোনা হলো কত?
X
Fresh