• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গাজা থেকে পণ্য রপ্তানিতে ইসরায়েলের অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ জুন ২০২১, ১২:২৬
গাজা থেকে পণ্য রপ্তানির অনুমতি

দীর্ঘ একমাস পর ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে শর্তসাপেক্ষে স্বল্প পরিসরে পণ্য রপ্তানি করার অনুমতি দিয়েছে ইসরায়েল। গত মাসে টানা ১১ দিন ফিলিস্তিনিদের উপর হামলা চালায় ইসলায়েলি বিমান বাহিনী। এতে ৬৬ শিশুসহ ২৫৭ জন মারা যায়।

গতকাল সোমবার (২১ জুন) নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের পর প্রথমবারের মতো গাজা উপত্যকা থেকে সীমিত আকারে কৃষিপণ্য রপ্তানির অনুমতি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইউনিট আঞ্চলিক সরকারি কর্মকাণ্ডের সমন্বয়কারী-সিওজিএট।

সংস্থাটি জানায়, নিরাপত্তার শর্ত দিয়ে ইসরায়েলের নাফতালি বেনেট সরকার কর্তৃক এই অনুমোদন দেয়ার পদক্ষেপ নেয়া হয়। গত ৪০ দিনের মধ্যে প্রথমবারের মতো করম আবু সালেম দিয়ে ১১টি ট্রাকবোঝাই পোশাক রপ্তানি করা হয়েছে।

ইসরায়েলে নতুন সরকার গঠন করার পরই যুদ্ধ বিরতি লঙ্ঘন করে নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালানোর অনুমতি দেয় নাফতালি বেনেট। এতে মুসলিম দেশগুলো থেকে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। সূত্র: আল জাজিরা

জেএইচ/পি

মন্তব্য করুন

daraz
  • মধ্যপ্রাচ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী
ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো আরও একটি দেশ
ফিলিস্তিনের পতাকা দেখেই গেলেন লাথি মারতে, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
X
Fresh