• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

হজে যেতে ২৪ ঘণ্টায় ৪ লাখ আবেদন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ জুন ২০২১, ২১:০৫
হজ পালন

করোনাভাইরাস মহামারির কারণে হজ পালনে গত বছরের মতো এবারও সীমাবদ্ধতা থাকায় অনেকে হজে যেতে পারছেন না। এরপরও গত চব্বিশ ঘণ্টায় ৪ লাখের বেশি মানুষ হজে যাওয়ার জন্য আবেদন করেছেন।

মঙ্গলবার (১৫ জুন) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ তথ্য জানায়। হজে যেতে প্রথম দিনেই ৬০ শতাংশ পুরুষ ও ৪০ শতাংশ নারী রেজিস্ট্রেশন করেছেন। সূত্র: আরব নিউজ

আরও পড়ুন...অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা অটোপাস হচ্ছে

দেশটির মন্ত্রণালয় জানায়, হজ করতে যারা আগে আবেদন করবেন তাদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হবে এমনটি নয়। আবেদনগুলো যাচাই-বাছাই শেষে অনুমোদন দেওয়া হবে। সেখানে সৌদি নাগরিক এবং সেখানে বসবাসকারী ১৮ থেকে ৬৫ বয়সীদের মধ্যে যারা করোনার টিকা নিয়েছেন, যারা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত নন এবং গত পাঁচ বছর হজ করেননি কেবল তারাই এ বছর হজের জন্য আবেদন করতে পারবেন।

এর আগে গত শনিবার সৌদি সরকার জানায়, বিদেশি নাগরিকদের জন্য এবার হজ করার সুযোগ নেই। তবে সৌদি আরবে বসবাসকারীদের মধ্যেও মাত্র ৬০ হাজার মানুষ হজের সুযোগ পাবেন।

আগামী ২৩ জুন পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া চলবে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • মধ্যপ্রাচ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন অনলাইনে
গণবিজ্ঞপ্তিতে ৩৫ ঊর্ধ্বদের আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ
কৃষিগুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু যেদিন
X
Fresh