• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কাতারে বাংলাদেশি শিক্ষার্থীর স্বর্ণপদক লাভ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ জুন ২০২১, ২৩:৩৪
বাংলাদেশি কৃতি শিক্ষার্থী মোহাম্মদ আবু তালেব

কাতার বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছেন বাংলাদেশি কৃতি শিক্ষার্থী মোহাম্মদ আবু তালেব। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সমাবর্তন অনুষ্ঠানের প্রথম পর্বে, তাকে এ সম্মাননা প্রদান করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

মোহাম্মদ আবু তালেবের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারি থানায়। সেখানেই মৌলিক শিক্ষা গ্রহন করেন তিনি।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ছাড়াও সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালেদ বিন খালিফা বিন আবদুল আজিজ আল থানি, বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান রাশিদ আল দিরহাম ও সিন্ডিকেট কমিটির সদস্যরা।

সমাবর্তন অনুষ্ঠানে ১০৯ জন কৃতি শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক তুলে দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

আবু তালেবের সাফল্যে আনন্দিত কাতারের বাংলাদেশি কমিউনিটি। আনন্দ ভাগ করতে তাঁকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশি মালিকানাধীন কাতারের গুড লাক ট্রেডিং এন্ড সার্ভিসেস।

বুধবার রাতে কাতারের রাজধানী দোহায় আল মুনছুরা গুড লাক ট্রেডিং এন্ড সার্ভিসেস মিলনায়তনে সংবর্ধনায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইউসুফ সিকদার। মহিউদ্দিন কাজলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা ইসমাইল মনসুর।

বিশেষ অতিথি ছিলেন কাতার বাংলা প্রেসক্লাবের সভাপতি ও আরটিভি প্রতিনিধি ই এম আকাশ। উপস্থিত ছিলেন সাংবাদিক আকবর হোসেন বাচ্চু, আমিন বেপারি, গোলাম সরোয়ার মিশু, বাবুল গাজী, তৈয়ব, মহিউদ্দিন, শফিকসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্তরের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ।

এ/জি/এফএ

মন্তব্য করুন

daraz
  • মধ্যপ্রাচ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তি সইয়ের সম্ভাবনা
জাপানে বিনামূল্যে ইন্টার্নশিপের সুযোগ, বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন
শেখ হাসিনার সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক
X
Fresh