• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মহানবীকে কটূক্তি, ইরানে দু’জনের ফাঁসি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ মে ২০২১, ১৭:৩৬
মহানবীকে কটূক্তি, ইরানে দু’জনের ফাঁসি

মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করায় দুই জনের ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন ইরানের অপরাধ আদালত।

হিউম্যান রাইটস নিউজ এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ জানায়, ইরানের সার্কাজি প্রদেশের আরাক শহর থেকে দুই জনকে গত বছরের জুনে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ধর্মবিদ্বেষ বা ব্লাসফেমির অভিযোগ এনে গত বৃহস্পতিবার ফাঁসির দণ্ডাদেশ দেন আদালত।

ইরানে ধর্মবিদ্বেষে অভিযুক্ত হলে আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে।

গত বছরের জুন মাসে আটক করে জেলহাজতে রাখা হয় তাদের।এদের একজনের নাম ইউসুফ মেহেরদাদ। তিনি তিন সন্তানের জনক। আরেকজনের নাম জানা যায়নি।

গত বৃহস্পতিবার যে দুজনের ফাঁসির আদেশ হয়েছে তাদের মধ্যে একজনের নাম ইউসুফ মেহেরদাদ। অন্যজনের নাম জানা যায়নি।

গত সপ্তাহে প্রকাশিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টে বলা হয়, ২০২০ সালে ইরানে কমপক্ষে ২৪৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এফএ

মন্তব্য করুন

daraz
  • মধ্যপ্রাচ্য এর পাঠক প্রিয়
X
Fresh