• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

 স্বেচ্ছায় লেবানন থেকে ফিরছেন ৪৩২ প্রবাসী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫১
432 expatriates, returning,Lebanon, voluntarily
 স্বেচ্ছায় লেবানন থেকে ফিরছেন ৪৩২ প্রবাসী

করোনা মহামারি সময়ে বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা দেশে ফেরেন। এবার লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে নিবন্ধন ৪৩২ প্রবাসীকে বিমানের টিকিট দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

রোববার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুরে ক্লাসিকো স্টেডিয়ামে তাদের টিকিট দেওয়া হয়। আগামীকাল সোমবার (১৫ ফেব্রুয়ারি) তাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে দেশে পাঠানো হবে।
টিকিট দেওয়ার সময় উপস্থিত ছিলেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসি, দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আম মামুন, তৃতীয় সচিব আব্দুল্লাহ আল শাফিসহ দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা।

দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল মামুন বলেন, দূতাবাসের পক্ষ থেকে সিরিয়াল নম্বরসহ প্রথম ব্যাচে দেশে ফেরার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করি। ১৩ ফেব্রুয়ারি ৪৩২ জন করোনা টেস্ট জমা দিয়ে ফ্লাইট নিশ্চিত করেন। আজ শুধুমাত্র যারা করোনা টেস্ট নেগেটিভ দূতাবাসে নিশ্চিত করেছেন, তাদের টিকিট দেওয়া হলো। এটা প্রথম ব্যাচের ফ্লাইট। আগামী ১৮ ফেব্রুয়ারি আরেকটি ফ্লাইট রয়েছে। পর্যায়ক্রমে অল্প সময়ের মধ্যে নিবন্ধনকৃত সবাইকে দেশে পাঠানো হবে।

প্রবাসীরা জানান, দীর্ঘ দেড় বছর ধরে লেবাননে ডলার সংকট। যে কারণে সমস্যা হচ্ছে। ৪০০ ডলার দিয়ে দেশে ফিরতে হচ্ছে।

উল্লেখ্য, গত ২৫ থেকে ২৮ ডিসেম্বর স্বেচ্ছায় দেশে ফিরতে শুধুমাত্র বিমান টিকিট জমা দিয়ে সাড়ে তিন হাজারের অধিক বৈধ কাগজপত্র বিহীন প্রবাসী দূতাবাসে নাম নিবন্ধন করেন। গত জানুয়ারির শেষের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট শুরু হওয়ার কথা থাকলেও লেবাননের দীর্ঘ লকডাউনের ফলে বিলম্ব হয়।

এফএ

মন্তব্য করুন

daraz
  • মধ্যপ্রাচ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ১৩ বিজিপি সদস্য
জিতেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় লিভারপুলের
শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূ ও হিজড়ার মরদেহ উদ্ধার
রাজধানীতে সেলুন থেকে যুবকের মরদেহ উদ্ধার
X
Fresh