• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছে গাম্বিয়া

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ নভেম্বর ২০১৯, ১৮:১৮
আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছে গাম্বিয়া
ফাইল ছবি

রোহিঙ্গা জাতিগোষ্ঠীর উপর গণহত্যা চালানোর অপরাধে জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধ মামলা করেছে গাম্বিয়া।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গাম্বিয়ার বিচারমন্ত্রী আবুবকর তামবাদউ বিষয়টি নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক বিচার আদালতে ৪৬ পৃষ্ঠার মামলা আবেদনপত্র জমা দিয়েছে আফ্রিকার দেশটি। অভিযোগে বলা হয়েছে মিয়ানমার গণহত্যা চালিয়ে একটি জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। এছাড়াও গণধর্ষণেরও অভিযোগ আনা হয়েছে ওই আবেদনপত্রে।

যদি আন্তর্জাতিক বিচার আদালত এই আবেদন গ্রহণ করে তবে হেগে অবস্থিত আদালতটি প্রথমবারের মতো রোহিঙ্গাদের উপর সংঘটিত অপরাধের তদন্ত করবে। ফলে অন্য ট্রাইব্যুনালগুলোর উপর তাদের নির্ভর করতে হবে না। এর আগে এই আদালত সাবেক যুগোস্লাভিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল গঠন করেছিল।

সেখানে সার্বিয়া ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আনিত অভিযোগের বিচার করা হয়। আদালতের আইনুযায়ী সদস্য রাষ্ট্র আরেক সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরণের অভিযোগ আনার অধিকার রাখে। এই আবেদনে ১৯৪৮ সালের জেনেভা কনভেনশন ভাঙার অভিযোগ আনা হয়েছে।

এদিকে ওআইসির সদস্য রাষ্ট্র গাম্বিয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে অন্য মুসলিম রাষ্ট্রগুলো।

আরো পড়ুন

এমকে

মন্তব্য করুন

daraz
  • আফ্রিকা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
রোহিঙ্গাদের ভোটার তালিকা চান হাইকোর্ট
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
১৮ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
X
Fresh