• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভারতে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ও মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ জুলাই ২০২০, ১১:৪১
record death and infection in India covid-19 case
সংগৃহীত

ভারতে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। টানা দুইদিন আক্রান্তের সংখ্যা কিছুটা কমার ইঙ্গিত মিললেও গত ২৪ ঘণ্টায় আক্রান্ত এবং মৃত্যুর দিক দিয়ে অতীতের সব রেকর্ড ভেঙে গেছে। শুধু রেকর্ড ভেঙেছে বলাটাও ভুল হবে। একলাফে মৃতের সংখ্যাটা আগের দিনের প্রায় দ্বিগুণ হয়েছে। আক্রান্তের সংখ্যাটাও প্রথমবার পেরিয়েছে ৪৫ হাজারের গণ্ডি।

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৭২০ জন করোনা আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৩৮ হাজার ৬৩৫ জন। তাদের মধ্যে ৭ লাখ ৮২ হাজার ৬০৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখনও চিকিৎসাধীন ৪ লাখ ২৫ হাজার ১৬৭ জন।

আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ১ হাজার ১২৯ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো ২৯ হাজার ৮৬১ জনে।

এদিকে গত কয়েক সপ্তাহে উল্লেখযোগ্য হারে বেড়েছে করোনা পরীক্ষার সংখ্যাও। ইতোমধ্যেই ভারতে দেড় কোটির বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৩ লাখের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
বাতাসেই ভেঙে পড়ল সেতু
X
Fresh