• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

নির্ধারিত সময়ের আগেই মেক্সিকো সীমান্তে দেয়াল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৪৪

নির্ধারিত সময়ের আগে শিগগিরই মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরি শুরুর প্রতিশ্রুতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার মেরিল্যান্ডে রক্ষণশীলদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে দেয়া ভাষণে এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

‘কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কংগ্রেস’-এর বার্ষিক ফোরামে ট্রাম্প বলেন, মার্কিন নাগরিকদের স্বার্থকে সবসময় প্রথমে রাখা হবে এবং মেক্সিকো সীমান্তে বিশাল দেয়াল দেয়া হবে। এ সময় খারাপ মানুষকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়ার প্রতিশ্রুতি দেন ট্রাম্প।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী জন কেলির মেক্সিকো সফরের পরদিনই দেয়াল তৈরির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন তিনি। এদিকে দেয়াল তৈরির অর্থায়ন নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে মেক্সিকো।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে একতরফা করারোপের বিপরীতে দেশটিতে রপ্তানিজাত নির্দিষ্ট পণ্যে শুল্কারোপ করা হবে।

এসজে/ ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh