• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাজ্যে করোনার দ্বিতীয় সংক্রমণে মৃত্যু হতে পারে লক্ষাধিক মানুষের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২০, ১৮:২৪
Scientists warn of 120,000 winter coronavirus deaths in second wave of UK infections
ম্যানচেস্টার ইভনিং নিউজ থেকে নেয়া

যুক্তরাজ্যের বিজ্ঞানীরা বলছেন, দেশটিতে করোনাভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমণ প্রথম দফার চেয়ে ভয়াবহ হবে। এমনকি দ্বিতীয় দফার সংক্রমণে শুধু হাসপাতালেই ১ লাখ ২০ হাজার মানুষের মৃত্যু হতে পারে। খবর বিবিসি ও ম্যানচেস্টার ইভনিং নিউজের।

আগামী শীতে যুক্তরাজ্যে করোনার দ্বিতীয় দফার সংক্রমণ হতে পারে বলে জানিয়েছেন দেশটির বিজ্ঞানীরা। আর দ্বিতীয় দফার সংক্রমণে করোনার সর্বোচ্চ পর্যায় হবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস।

ব্রিটিশ সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালান্সের কমিশনে দ্য অ্যাকাডেমি অব মেডিকেল সায়েন্সেসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে পরবর্তী বছরের জুন পর্যন্ত যুক্তরাজ্যে ১ লাখ ২০ হাজার মানুষ হাসপাতালে মারা যেতে পারে।

ওই একই সময় যুক্তরাজ্যে ফ্লুসহ অন্যান্য শীতকালীন রোগও আঘাত হানবে। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, দ্বিতীয় দফায় করোনার সম্ভাব্য সর্বোচ্চ পর্যায়ের ক্ষয়ক্ষতি কমাতে এখনও পদক্ষেপ নিতে হবে।

৩৭ জন বিজ্ঞানী ও অ্যাকাডেমিকস এই রিপোর্ট তৈরি করেছে। সামনের মাসগুলোতে করোনাভাইরাস মহামারি যুক্তরাজ্যে কী রূপ নেবে তা নিয়ে ব্যাপক অনিশ্চয়তা রয়েছে বলেও জানিয়েছেন তারা।

উল্লেখ্য, যুক্তরাজ্যে এ পর্যন্ত ৪৪ হাজার ৮৩০ জন করোনায় প্রাণ হারিয়েছে। তবে সপ্তাহগুলোতে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা কমে এসেছে। বিশেষ করে চলতি মাসে যুক্তরাজ্যে এ পর্যন্ত ১১০০ জন করোনায় মারা গেছে।

আরও পড়ুন: করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে: ডব্লিউএইচও

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেরিট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, পাবেন ৫০০০ পাউন্ড
উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েলকে যে পরামর্শ দিল যুক্তরাজ্য
অভিবাসন প্রত্যাশীদের যে দুঃসংবাদ দিল যুক্তরাজ্য
টিকটক ট্রলে দুর্বিষহ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি নারীদের জীবন
X
Fresh