• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রামের জন্ম ভারতে নয় নেপালে: কে পি শর্মা ওলি

আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২০, ১৩:৫৮
Ram was not born in India but in Nepal: KP Sharma Oli
ফাইল ছবি

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি দাবি করেছেন ভগবান রামের জন্ম ভারতে নয় নেপালে। এ বিষয়ে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সোমবার প্রধানমন্ত্রী ওলি নিজ বাসভবনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় এ দাবি করেন।

তিনি বলেন, ভারতীয় হিন্দুরা ভগবান রামের জন্মস্থান বলে যে প্রাচীন শহর অযোধ্যাকে বিশ্বাস করেন তা আসলে কাঠমাণ্ডুর কাছে অবস্থিত একটি এলাকা। অযোধ্যা বীরগঞ্জের একটি গ্রাম (নেপালের একটি জেলা যা রাজধানী কাঠমান্ডু থেকে ১৩৫ কিলোমিটার দূরে অবস্থিত) ।

তিনি বলেন, ভারত হিন্দুপ্রধান দেশ হলেও নেপাল যে তাদের তীর্থভুমি এটা তারা ভুলে যান। ভারত সবসময়ই নেপালকে বিভিন্নভাবে প্রতারিত করেছে। যেটি আর করতে দেয়া হবে না।

নেপালের প্রধানমন্ত্রী আরও দাবি করেন, মধ্যযুগীয় বাংলা সাহিত্যেও রাম যে নেপালী এর প্রমাণ রয়েছে। অযোধ্যা যে নেপালের এটিরও প্রমাণ রয়েছে। মধ্যযুগের লুইপার কাব্যে এসবের নির্দশন রয়েছে। ফলে সীমান্ত নিয়ে ভারত বেশি বাড়াবাড়ি করলে আমরা অযোধ্যাকেও নেপালের দাবি করতে পারি।

আরও পড়ুন:

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh