• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভারতের একমাত্র সোনালী বাঘের ছবি ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ জুলাই ২০২০, ১৩:৪৬
photos of indias only golden tiger in kaziranga go viral
সংগৃহীত

কয়েক দিন আগেই ভাইরাল হয়েছিল একটি ব্ল্যাক প্যান্থারের ছবি। অনেকেই সেই ব্ল্যাক প্যান্থারটিকে তুলনা করছিলেন মোগলির জীবনের বিখ্যাত‌ চরিত্র বাগিরার সঙ্গে। এরপর ভাইরাল হল নতুন আরও একটি ছবি। এবারেরটি বাঘের। তবে এটা যে সে বাঘ নয়। ভারতের আসামের কাজিরাঙা অভয়ারণ্যের দেশটির একমাত্র সোনালি বাঘ! খবর নিউজ এইটিনের।

আইএফএস অফিসার প্রবীন কাসওয়ান শেয়ার করেছেন এই সোনালী বাঘের ছবি। তিনি লিখেছেন, আপনারা জানেন, আমাদের দেশে একটি সোনালী বাঘও আছে?‌ দেখুন তার একমাত্র ছবি, দেখুন তার অপরূপ সৌন্দর্য!‌ তিনি জানিয়েছেন, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ময়ুরেশ হেন্দ্র এই ছবিটি তুলেছেন।

এই গোল্ডেন টাইগারকে স্ট্রবেরি টাইগার নামেও ডাকা হয়। আদর করে বলা হয় ট্যাবি টাইগার। কারণ এর গায়ের অসাধারণ রং। ওই বন দপ্তরের অফিসার লিখেছেন, এই ধরনের বাঘ সত্যিই বিরল। একাধিক প্রাণীর জিনের মিউটেশনের ফলে এইরকম প্রাণীর জন্ম হয় বলে জানিয়েছেন তিনি। ২০১৯ সালে তোলা এই বাঘের ছবিও শেয়ার করেছেন তিনি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh