• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বলিভিয়ার প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

আরটিভি নিউজ

  ১০ জুলাই ২০২০, ১২:৩২
Bolivian president attacked by Corona
জেনিন আনেজ

বলিভিয়ার প্রেসিডেন্ট জেনিন আনেজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার আনেজ নিজেই করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

এক টুইট বার্তায় প্রেসিডেন্ট আনেজ বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর তার দেহে করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। খবর নিউইয়র্ক টাইমস।

তিনি বলেন, তার শারীরিক অবস্থা এখন ভালো আছে। তিনি আইসোলেশনে থেকেই তার কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, আমরা একসঙ্গে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব।

এর আগে গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রী মারিয়া ইডি রোকা। তার দেহে করোনা শনাক্তের বিষয়টি তিনি নিজেই প্রকাশ করেছেন।

১ কোটি ১৫ লাখ জনসংখ্যার এই দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪২ হাজারের বেশি। এর মধ্যে ১ হাজার ৫শ জনের মৃত্যু হয়েছে।

গত ৩১ ডিসেম্বর চীনে প্রাদুর্ভাব হওয়া এই ভাইরাস ইতোমধ্যেই বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন:

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আক্রান্ত হলেন ডিবিপ্রধান হারুন
X
Fresh