• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভালো থেকো স্টিভ জবস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০০

স্টিভ জবস। অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ছিলেন মানুষটি। এ দিনেই পৃথিবীতে এসেছিলেন তিনি। বেঁচে থাকলে পালন করতেন ৬২তম জন্মদিন।

১৯৫৫ সালের ২৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে জন্ম নেন স্টিভ জবস। এ প্রযুক্তিগুরু মারা যান ২০১১ সালের ৫ অক্টোবর।

প্রযুক্তি বিশ্লেষকদের চোখে দূরদৃষ্টিসম্পন্ন স্টিভ জবস তার জাদুর ছোঁয়ায় বদলে দিয়েছিলেন বিশ্বকে। তার হাত ধরেই এসেছিল স্মার্টফোন বিস্ময় ‘আইফোন’।

একটি গ্যারেজে যাত্রা শুরু হয়েছিল অ্যাপলের। স্টিভ জবস চেয়েছিলেন, সে সময়ের বিশ্বের প্রধান কম্পিউটার নির্মাতা আইবিএমের সঙ্গে টক্কর দিতে। এখন আইবিএম শুধু সফটওয়্যার ও সার্ভিস কোম্পানি। আর অ্যাপল একাধারে হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবসা চালিয়ে যাচ্ছে।

স্টিভ জবসের অধীনে একাধারে দু’টি ব্যবসা করেছে অ্যাপল। বর্তমানে বাজার মূলধনের হিসাবে অন্যতম শীর্ষ কোম্পানি অ্যাপল।

জন্মদিনে বিশ্ব প্রযুক্তিপ্রেমীরা শ্রদ্ধাভরে স্মরণ করছেন স্টিভ জবসকে।

এপি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh