• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ জুলাই ২০২০, ১৪:৩৫
Magnitude 6.6 earthquake rocks Indonesia
দ্য হিন্দু থেকে নেয়া

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে দক্ষিণপূর্ব বালির ৮০০ কিলোমিটার অভ্যন্তরে তীব্র কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেল ৬.৬।

কম্পনের তীব্রতার কারণে এলাকাজুড়ে সুনামির আশঙ্কা ছড়িয়ে পড়ে। তবে দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, সুনামির কোনও সম্ভাবনা নেই।

এদিনের ভূকম্পনের কেন্দ্র ছিল মাটি থেকে অন্তত ৫২৮ ফুট নিচে। সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তির শেয়ার করা ভিডিওতে দেখা যায়, অনেক ক্ষণ ধরে কাঁপছে পেল্লায় আবাসন।

মার্কিন জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট বলছে, জাভার কেন্দ্রে অবস্থিত বাতাং উপকূলে ভারি কম্পন অনুভূত হয়েছে এদিন। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের রিং অব ভলক্যানোর ওপর অবস্থিত ইন্দোনেশিয়া। ফলে বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে পড়ে এই দেশ।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্টারনেটে ধীরগতি, এক মাস চলতে পারে ভোগান্তি
ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত, ঘরছাড়া ১১ হাজার মানুষ
ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৫ জনের মৃত্যু
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
X
Fresh