• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

করোনায় গত একদিনে মৃত্যুতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে ভারত

আরটিভি নিউজ

  ০৭ জুলাই ২০২০, ১০:১৬
India has surpassed the United States in death in the last one day in Corona
ফাইল ছবি

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের থেকে বেশি মানুষ প্রাণ হারিয়েছে ভারতে। দেশটির সরকারি হিসেব মতে সোমবার ৪২৫ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে সাড়ে তিনশোর কিছু বেশি।

গত ২৪ ঘণ্টায় হিসাবে ভারতের থেকে শুধু ব্রাজিলে বেশি মানুষ মারা গেছেন ৬০২ জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসেব অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৭ লাখ ২০ হাজার ৩৪৬ জন কভিড-19 পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। আর মৃত্যু ২০ হাজার ১৭৪ জনের।

এখন পর্যন্ত বিশ্বে মোট রোগীর সংখ্যা ১ কোটি ১৭ লাখ ৩৯ হাজার ১৬৭ জন। নতুন এই রোগটি থেকে মোট সুস্থ হয়েছেন ৬৬ লাখ ৪১ হাজার ৮৬৪ জন। মারা গেছেন ৫ লাখ ৪০ হাজার ৬৬০ জন।

আক্রান্ত এবং মৃতের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আবার ৫০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ওয়ার্ল্ডওমিটারের হিসাবে এদিন ৫০ হাজার ৫৮৬ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৩৭৮ জন।

দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩০ লাখ ৪০ হাজার ৮৩৩ জন। মারা গেছেন ১ লাখ ৩২ হাজার ৯৭৯ জন। বিপরীতে মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ২৪ হাজার ৯৪৭ জন।

ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ১৬ লাখ ২৬ হাজার ৭১ জন। মারা গেছেন ৬৫ হাজার ৫৫৬ জন। সুস্থ হয়েছেন ৯ লাখ ৭৮ হাজার ৬১৫ জন।

রাশিয়া সরকারের দেয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮৭ হাজার ৮৬২, মৃত্যু ১০ হাজার ২৯৬ জনের।

আরও পড়ুন:

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh