• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভুটানের সাকতেং অরণ্য নিজেদের বলে দাবি করল চীন

আরটিভি নিউজ

  ০৬ জুলাই ২০২০, ২১:২৪
india, Forrest,
সাকতেং অভয়ারণ্য

চীন এবার প্রতিবেশী ভুটানের পূর্বাঞ্চলের সাকতেং অভয়ারণ্যে নিজেদের সার্বভৌমত্ব দাবি করেছে। চীনের এই পদক্ষেপের বিরুদ্ধে ভুটান দিল্লিতে তাদের দূতাবাস মারফত চীনের কাছে একটি কূটনৈতিক প্রতিবাদপত্রও পাঠিয়েছে।

আজ সোমবার (৬ জুলাই) বিবিসি বাংলার খবরে বলা হয়, মাসখানেক আগে এই বনভূমির উন্নয়নে অর্থায়ন নিয়ে 'গ্লোবাল এনভায়রনমেন্ট ফেসিলিটি' বা জিইএফ একটি আন্তর্জাতিক অনলাইন বৈঠকের আয়োজন হয়। সেখানেই চীন প্রথম তাকতেংকে নিজেদের বলে দাবি করে।

পর্যবেক্ষকরা ধারণা করছেন, মূলত দিল্লির ওপর আরও চাপ বাড়ানোর লক্ষ্যেই ভুটানের ওই সাকতেং অভয়ারণ্যকে নিজেদের বলে দাবি করছে চীন। কারণ ভুটানের অখন্ডতা রক্ষা ও প্রতিরক্ষার জন্য ভারত অঙ্গীকারাবদ্ধ।

ভুটানের পূর্বদিকে ত্রাশিগিং জেলার ভারত সীমান্ত ঘেঁষা প্রায় সাড়ে ৬শ বর্গকিলোমিটার এলাকা জুড়ে এই সাকতেং। যা বহু বিরল বন্য পশুপাখির আবাসভূমি।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh