• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পরমাণু স্থাপনায় আগুন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে বিঘ্ন ঘটেনি দাবি ইরানের

আরটিভি নিউজ

  ০৬ জুলাই ২০২০, ২০:১৬
iran, syber attack,
আগুন লাগা স্থাপনা

ইরানের পারমাণবিক সামরিক স্থাপনাগুলোতে বেশ কয়েকটি আগুন লাগার ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর হয়েছে। গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রের সেন্ট্রিফিউজ সংযোজন ওয়ার্কশপে এই আগুন লেগেছে বলে বিবিসির খবরে বলা হয়।

গত কয়েক সপ্তাহ ধরে ইরানের পরমাণু ও সামরিক স্থাপনাসহ একাধিক স্থাপনায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও বিস্ফোরণ ও আগুনের কারণ নিয়ে মুখ খুলছেন না দেশটির কর্মকর্তারা।

বৃহস্পতিবার পারচিন মিলিটারি কমপ্লেক্সের কাছে বিস্ফোরণের ছয় দিন পর নাতানজের পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণের ঘটনা ঘটল।

তবে ইরানের কর্মকর্তারা এ দুর্ঘটনার জন্য সাইবার নাশকতাকে দায়ী করছেন। তারা এজন্য ইসরায়েলের দিকে ইঙ্গিত করেছেন। ইরানি কর্মকর্তারা বলেছেন, তারা বিশ্বাস করেন এটি সাইবার অ্যাটাকের ঘটনা, তবে তারা কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

এদিকে আজ রোববার (৬ জুলাই) ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি জানিয়েছেন, নাতানজের পরমাণু স্থাপনায় সাম্প্রতিক দুর্ঘটনার ফলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ায় কোনও ধরনের বিঘ্ন ঘটেনি।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত শেড পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলের একাধিক সামরিক স্থাপনায় রকেট হামলা
X
Fresh