• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানে ভ্যান-ট্রেন সংঘর্ষে ২১ শিখ তীর্থযাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ জুলাই ২০২০, ২২:০১
Sikh pilgrims in deadly Pakistan train crash
বিবিসি থেকে নেয়া

পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে শিখ তীর্থযাত্রীবাহী একটি ভ্যানকে একটি ট্রেন ধাক্কা দিলে অন্তত ২১ জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, পাঞ্জাব প্রদেশের শেইখুপুরার কাছে একটি লেভেল ক্রসিংয়ে ভ্যানটিকে ধাক্কা দেয় একটি করাচি-লাহোর এক্সপ্রেস ট্রেন। খবর বিবিসির।

নিহতদের অধিকাংশই একই পরিবারের বলে জানা গেছে। ওই ব্যক্তিরা শিখ ধর্মের অন্যতম পবিত্র স্থান নানকানা থেকে ফিরছিল। এই দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে। হতাহতের মধ্যে ট্রেনের কোনও যাত্রী নেই বলে ধারণা করা হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছে, ক্রসিং এড়াতে শর্টকাট পথ বেছে নেয়ার চেষ্টা করেছিল ভ্যানটির চালক। নিহতদের মধ্যে ওই ভ্যানচালকও রয়েছে বলে জানান তারা।

শেইখুপুরা পুলিশ জানিয়েছে, ওই ভ্যানটিতে ২৫-২৬ জন আরোহী ছিলেন। হতাহতের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে বেশ কিছু ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় এটি সবশেষ ঘটনা। গত বছরের নভেম্বরে করাচি-রাওয়ালপিন্ডির একটি ট্রেনে চলন্ত অবস্থায় আগুন ধরে যায়। ওই ঘটনায় ৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। শুধু গত বছরই পাকিস্তানে রেল ঘটিত ১০০টির বেশি দুর্ঘটনা ঘটেছে।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহিনের চোখে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান রিজওয়ান
৮৩৭ আফগান শরণার্থীকে ফেরত পাঠাল পাকিস্তান
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
X
Fresh