• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নামে মুহাম্মদ, ঢুকতেই দিল না আমেরিকা

অনলাইন ডেস্ক
  ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫৪

ব্রিটিশ শিক্ষক মুহাম্মদ জুহেল মিয়া।নামের শুরুতে মুহাম্মদ থাকার কারণে আমেরিকায় ঢুকতে পারলেন না তিনি।

নিরাপত্তার দায়িত্বে থাকা মহিলা অফিসার পাসপোর্ট হাতে নিয়েই বাঁকা চোখে তাকিয়েছিলেন জুহেল মিয়ার দিকে। তারপর টুলের ওপর দাঁড়ানো অবস্থায় হাঁটু পর্যন্ত প্যান্ট নামিয়ে তন্নতন্ন করে তল্লাশি চালালেন অন্য দু’জন অফিসার। মিলল না কিছুই। তখনকার মতো বিমানে উঠতে দিলেও একটুপর নিউইয়র্কগামী বিমান থেকেই নামিয়ে দেয়া হল ব্রিটিশ মুসলিম শিক্ষক মুহাম্মদ জুহেল মিয়াকে।

ঘটনাটি ঘটে ১৬ ফেব্রুয়ারি আইসল্যান্ডের রাজধানী রেকিয়াভিকে। তারপরের দিনই ব্রিটেনে ফিরে গিয়েছেন স্কুলশিক্ষক জুহেল মিয়া। কিন্তু অপমানটা ভুলতে পারছেন না আজো।

এ নিয়ে তিনি বললেন, ‘হঠাৎ করেই আমি মাথা গরম করি না। কিন্তু বৈধ ভিসা থাকা সত্ত্বেও যেভাবে বিমান-ভর্তি লোকের সামনে আমাকে নামিয়ে দেয়া হলো তা মানতে পারছি না। আমি কি অপরাধী! বিমানে আমার স্কুলের বাচ্চারাও ছিল। ভাবতে পারছেন, ওদের চোখেও কতটা ছোট হয়ে গেলাম!’

তল্লাশির পরে জুহেলকে বিমানে উঠতে দেয়া হয়েছিল। কিন্তু বিমান উড়ার কিছুক্ষণ আগে কয়েক জন নিরাপত্তারক্ষী গিয়ে তাকে নেমে যেতে বলেন। জানানো হয়, আমেরিকায় তাঁর প্রবেশ নিষেধ।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh