• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

মিয়ানমারে জেড খনিতে ভূমিধসে মৃত বেড়ে ১১৩ জন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ জুলাই ২০২০, ১৫:১৭
113 killed in deadly mudslide at Myanmar jade mine
টিআরটি ওয়ার্ল্ড থেকে নেয়া

মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি জেড পাথর খনিতে বৃহস্পতিবারের এক ভূমিধসের ঘটনায় অন্তত ১১৩ জন নিহত হয়েছে। মিয়ানমারের ফায়ার সার্ভিস ফেসবুকে এক পোস্টে জানিয়েছে, এ পর্যন্ত ১১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খবর বিবিসি, টিআরটি ওয়ার্ল্ডের।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের কারণে তল্লাশি ও উদ্ধার অভিযান আপাতত বন্ধ রয়েছে। এর আগে সেভেনডে নিউজ জার্নাল জানিয়েছে, ২০০ জন এখনও নিখোঁজ রয়েছে।

ফেসবুক পোস্টে ফায়ার সার্ভিস জানায়, ভারী বৃষ্টিপাতের কারণে জেড পাথর সংগ্রহকারীদের ওপর ভূমিধসে পড়ে। বিশ্বের সবচেয়ে বেশি জেড পাথর মজুদ রয়েছে মিয়ানমারে। কিন্তু সেখানে প্রায়ই অসংখ্য দুর্ঘটনা ঘটে থাকে।

ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা গেছে, ভূমিধসের ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে দমকল বাহিনীর কর্মীরা।

এদিকে এই দুর্ঘটনার কারণে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। লরি থেকে ফেলে পাথরের মধ্যে জেড পাথর খুঁজে পাওয়ার আশায় শত শত মানুষ ওই সাইটে জড়ো হয়। গত বছর বিভিন্ন জেড পাথরের খনিতে ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়।

উল্লেখ্য, প্রতি বছর জেড পাথর বিক্রি করে ৩০ বিলিয়ন ডলারের বেশি আয় করে মিয়ানমার। আর হপাকান্তেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় জেড পাথর খনি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হঠাৎ ২১ মর্টার শেল বিস্ফোরণ, কাঁপল টেকনাফ
বন্যা-ভূমিধসে ইন্দোনেশিয়ায় ২৬ প্রাণহানি
বাংলাদেশে পালিয়ে এলেন ১৭৯ বিজিপি, দেখতে গিয়ে গুলিবিদ্ধ মেম্বার
ফের বাংলাদেশে পালিয়ে এলেন মিয়ানমারের ২৯ সীমান্তরক্ষী
X
Fresh