• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পাপুল সংশ্লিষ্টতায় কুয়েতি মেজর জেনারেল বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ জুন ২০২০, ২০:৫৮
Kuwait suspends army general for taking bribe from Papul
সংগৃহীত

মানবাপাচার ও অর্থপাচারের অভিযোগে কুয়েতে আটক থাকা বাংলাদেশি এমপি মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগে কুয়েতি মেজর জেনারেল মাজেন আল-জাররাহকে বরখাস্ত করা হয়েছে। এই সেনা কর্মকর্তা কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিসেন্ট আন্ডারসেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন। খবর আরব টাইমসের।

কুয়েতের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল-সালেহ মঙ্গলবার এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেছেন।

স্থানীয় পত্রিকা আল রাইয়ের বরাত দিয়ে কুয়েত টাইমস জানিয়েছে, পাপুলের মামলা তদন্ত করার সময় এই কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, সম্ভবত আল-জাররাহ ঘুষ নিয়েছিলেন এবং পাপুলের সঙ্গে আর্থিক লেনদেন করেছিলেন বলে তদন্তে উঠে আসে।

মানবপাচার ও অর্থপাচারের অভিযোগে গত ৭ জুন পাপুলকে গ্রেপ্তার করে কুয়েতের কর্তৃপক্ষ। পরে তার বিরুদ্ধে কুয়েতি কর্মকর্তাদের ঘুষ দেয়ার অভিযোগও আনা হয়। পরে কুয়েতি কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে দেখতে পায় যে, পাপুল তার কুয়েতি কোম্পানির মাধ্যমে ২০ হাজারের বেশি বাংলাদেশিকে দেশটিতে নিয়ে গেছেন। তিনি তাদের কাছ থেকে দৈনিক ‘সার্ভিস চার্জ’ নিতেন বলেও তদন্তে উঠে এসেছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ডিপজল-মিশা
কেএনএফের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
ব্যাংক ডাকাতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
X
Fresh