• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

হংকং নিয়ে চীনের বিতর্কিত ‘ন্যাশনাল সিকিউরিটি ল’পাস

আরটিভি নিউজ

  ৩০ জুন ২০২০, ১০:৫৩
national,National Security Law
ফাইল ছবি

হংকং এর উপর চীনের কর্তৃত্ব আরও পাকাপোক্ত করতে বিতর্কিত ‘ন্যাশনাল সিকিউরিটি ল’পাস করেছে চীনের জাতীয় আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেস।

সিএনএন এর প্রতিবেদনে বলা হয় আজ মঙ্গলবার (৩০ জুন) চীনের পিপলস কংগ্রেস একটি বিবৃতিতে জানায় হংকংয়ের জাতীয় সুরক্ষা আইনটি আজ আইনসভার স্থায়ী কমিটি দ্বারা আনুষ্ঠানিকভাবে পাস হয়েছে।

চীনের সমালোচকরা আশঙ্কা করছেন এই আইন পাস হওয়ায় এটি হংকংয়ের রাজনৈতিক স্বাধীনতা চূর্ণ করবে। চীনকে আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলটির নিয়ন্ত্রণ সীমাবদ্ধ করার পথ তৈরি করবে।

৪০ দিনেরও কম সময় হবে চীনা সংসদ সদস্যরা হংকংয়ের বিরুদ্ধে প্রথমে রাষ্ট্রদ্রোহবিরোধী আইন করার প্রস্তাব করেন।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ন্যাশনাল পিপলস কংগ্রেসে রোববার থেকে শুরু হওয়া তিন দিনের বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে আইনটি পাস করে স্থায়ী কমিটি। মাত্র ১৫ মিনিটে ১৬২ জন সদস্য আইনের পক্ষে মত দেন।

একে নজিরবিহীন পদক্ষেপ বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলে এ আইন জারির মধ্যে দিয়ে মৌলিক রাজনৈতিক ও নাগরিক স্বাধীনতা হুমকিতে পড়বে।

হংকংয়ের মানবাধিকারকর্মীরা বলছেন, জাতীয় এই নিরাপত্তা আইন চালু হলে হংকংয়ের সার্বভৌমত্ব ক্ষুন্ন হবে। এ আইন হংকংয়ে রাজনৈতিক স্বাধীনতার টুঁটি চেপে ধরতে পারে।

আরো পড়ুন: টিকটকসহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানের চাকার নিচে পড়ে প্রাণ গেল কর্মচারীর
হংকংয়ে কেন খেলেননি, জানালেন মেসি
হংকংয়ে মেসিকে না খেলানোয় জরিমানার মুখে আয়োজকরা
X
Fresh