• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নিউইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ী খুন

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১১:২০

নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত হয়েছেন রিয়েল এস্টেট ব্যবসায়ী জাকির খান। তার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ছ’টার দিকে তাকে ব্রঙ্কসের নিজ বাসায় হত্যা করা হয়।

জাকির খান(৪৪) যে বাড়িতে ভাড়া থাকতেন, সে বাড়ির মালিকই তাকে ছুরিকাহত করেন বলে জানা গেছে। পরে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ছ’টায় ৯১১ এ কল পাবার পর তারা ব্রঙ্কসের থ্রঙ্গস নেক সেকশনের বাড়িটিতে যায়। সেখানে তারা দেখতে পান জাকির খানের শরীরে বেশ কয়েকটি ছুরিকাঘাত করা হয়েছে। দ্রুত তাকে জ্যাকোবি মেডিকেল সেন্টারে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এরই মধ্যে অভিযুক্ত বাড়ি মালিককে আটক করেছে পুলিশ। বাড়িওয়ালা-ভাড়াটিয়া দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড। ব্রঙ্কস পুলিশের বরাত দিয়ে জানিয়েছে নিউইয়র্কের স্থানীয় সংবাদপত্র।

নিহত জাকির খান নিবন্ধিত ডেমোক্রেট সমর্থক ছিলেন বলে জানা যায়। নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে খুবই জনপ্রিয় ছিলেন তিনি।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh