• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভারতে একদিনে ২০ হাজার মানুষ করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ জুন ২০২০, ১৪:৩১
coronavirus
ছবি-সংগৃহীত

গেল ২৪ ঘণ্টায় ভারতে প্রায় ২০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার রেকর্ড গড়েছে। রোববার দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, একদিনে ১৯ হাজার ৯০৬ জন আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৮ হাজার ৮৫৯ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪১০ জনের। করোনায় আক্রান্তত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬ হাজার ৯৫ জনে দাঁড়িয়েছে।

দেশটিতে একদিনে সুস্থ হয়েছে ১৩ হাজার ৮৩২ জন। সব মিলিয়ে করোনার সংক্রমণ থেকে মুক্ত হলেন ৩ লাখ ৯ হাজার ৭১৩ জন।

ভারতে মহারাষ্ট্রে সংক্রমণের হার সবচেয়ে বেশি। এই পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ হাজার ২৭৩ জনের। আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৩৩। দিল্লিতে মারা গেছে ২ হাজার ৫৫৮ জন। আক্রান্ত ৮০ হাজার ১৮৮ জন।

এদিকে এই পর্যন্ত গুজরাটে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৭৮৯ জনের। আক্রান্ত ৩০ হাজার ৭০৯ জন। তামিলনাড়ুতে ১ হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে। কোভিড-১৯ পজেটিভ হয়েছে ৭৮ হাজার ৩৩৫ জন। উত্তরপ্রদেশে মৃত ৬৪৯, আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৫৪৯।

একদিনে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ৩৩ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে বাহিনীতে মোট ৯৪৪ জন আক্রান্ত হলেন।

এ ছাড়া সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) নয়জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh