• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নিউইয়র্কে ১২ ঘণ্টায় ১১ জন গুলিবিদ্ধ

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র

  ২৭ জুন ২০২০, ১২:৩৩
11 persons shot in new york in last 12 hours
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে হঠাৎ করেই সহিংস ঘটনা বেড়ে চলেছে। চলতি বছর এ পর্যন্ত শহরটিতে মোট ৫৩১টি গোলাগুলির ঘটনা ঘটেছে। অথচ গত বছর এই সময় পর্যন্ত শহরজুড়ে এই ঘটনার সংখ্যা ছিল ৩৭৩টি। শুধু বুধবার ১২ ঘণ্টায় শহরের বিভিন্ন জায়গায় ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন।

শহরজুড়ে সহিংসতাসহ গুলির ঘটনায় সর্বশেষ ২৬ জুন রাত সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ হয়ে এক তরুণী নিহত হয়েছে। এ ঘটনায় এক তরুণও পায়ে গুলিবিদ্ধ হয়। ফ্লাট আয়রন ডিস্ট্রিক্টের ইস্ট ২৬ স্ট্রিট ও ফিফথ অ্যাভিনিউয়ে কর্নারে এই ঘটনা ঘটে। সন্দেহভাজন হামলাকারী পলাতক রয়েছে।

এদিকে ২৫ জুন সন্ধ্যা ৬টার দিকে পূর্ব হারলেমের পার্ক অ্যাভিনিউ ও ইস্ট ১০২ স্ট্রিটের পাশে দুই পক্ষের গোলগুলিতে ১৯ বছর বয়সী অজ্ঞাতনামা এক তরুণ ও সাত বছর বয়সী পথচারী একজন মেয়ে গুলিবিদ্ধ হয়।

স্থানীয় বাসিন্দা পাম রবিনসন বলেন, ঘটনাস্থলে পুলিশের তৎপরতার পাশাপাশি আহত ওই মেয়েকে তিনি রক্তাক্ত অবস্থায় দেখতে পান। মেয়েটিকে কলম্বিয়া প্রেসবেটিয়ান হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। আর গুলিবিদ্ধ তরুণকে চিকিৎসার জন্য হারলেম হাসপাতালে নেয়া হয়।

ইস্ট হারলেমের বাসিন্দা অ্যাঞ্জেলা জোনস বলেন, বর্তমানে ব্যাপক হারে আতশবাজির ঘটনার সঙ্গে সব ধরনের অপরাধের সম্পর্ক রয়েছে।

পুলিশের অন্য একটি সূত্র জানায়, ১০ জুন বিকেল সোয়া ৫টার দিকে ব্রুকলিনের ৮৩৫ ব্রডওয়েতে ৭৮ বছর বয়সী একজন বৃদ্ধা অজ্ঞাতনামা এক পথচারীর হামলা শিকার হন। ভিডিওচিত্রে দেখা গেছে, একজন কৃষ্ণাঙ্গ পথচারী ওই বৃদ্ধার কাছাকাছি এসে মাথায় ঘুষি মেরে চলে যান। আহত বৃদ্ধাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। হামলাকারী এখনও পলাতক রয়েছে।

নিউইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্লাসিও সাম্প্রতিক এই ধরনের সংকটে উদ্বেগ প্রকাশ করেন। তিনি নিউইয়র্ক পুলিশ বাহিনীকে এ ধরনের ভীতিজনক ঘটনা বেশি প্রাধান্য দিয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউইয়র্কের উৎসবে বাংলাদেশের ‘নীলপদ্ম’
নিউইয়র্ক টাইমস হয়ে উঠবে নিউইয়র্ক সময় : এরিক এডামস
মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড ঘটানো মার্কিন নাগরিক নিউইয়র্কে গ্রেপ্তার
৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল নিউইয়র্ক
X
Fresh