• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে করোনা আক্রান্ত প্রায় অর্ধলাখ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ জুন ২০২০, ০৮:৪৫
United States, Brazil, Corona, affected
ফাইল ছবি।

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৪৭ হাজার ৯৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট সংক্রমণ দাঁড়ালো ২৫ লাখ ৫২ হাজার ৭০৮ জন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৫৮ জন। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেল এক লাখ ২৭ হাজার ৬৩৫ জন। অন্যদিকে, গত কয়েকদিন ধরে প্রতিদিন ৪০ হাজারের বেশি নতুন সংক্রমণ নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। গতকালও দেশটিতে ৪৬ হাজার ৯০৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা এখন ১২ লাখ ৮০ হাজার ৫৪ জন। ব্রাজিলে এ পর্যন্ত মোট মারা গেছে ৫৬ হাজার ১০৯ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে হাজারের অধিক।

রিয়েল-টাইম ডাটা বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার (শনিবার) ২৭ জুন সকাল ৮টায় এই তথ্য জানায়।

দেখা যায়, আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রাশিয়া। দেশটিতে মোট আক্রান্ত ৬ লাখ ২০ হাজার ৭৯৪ জন। মোট মৃত ৮ হাজার ৭৮১। চতুর্থ অবস্থানে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ হাজারের বেশি আক্রান্ত হয়েছেন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৯ হাজার ৪৪৬ জন। আর মারা গেছে ১৫ হাজার ৬৮৯ জন।

পঞ্চম অবস্থানে আছে যুক্তরাজ্য। দেশটিতে মোট আক্রান্ত ৩ লাখ ৯ হাজার ৩৬০ জন। মারা গেছেন ৪৩ হাজার ৪১৪ জন।

বর্তমানে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।
জিএ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
‘শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র’
X
Fresh