• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ৪০ হাজার মানুষ আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ জুন ২০২০, ২০:১৯
US hits record high in daily Coronavirus cases
সংগৃহীত

যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ৪০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের টেক্সাস, ফ্লোরিডা এবং অ্যারিজোনা রাজ্যে ব্যাপক হারে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। খবর বিবিসির।

এর আগে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব মতে, যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছিল ৩৬ হাজার ৪০০ জন। সেটা প্রায় দুই মাস আগে ২৪ এপ্রিলের ঘটনা। তবে এখন যুক্তরাষ্ট্রে সবমিলিয়ে ২৪ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১ লাখ ২২ হাজার ৩৭০ জন।

পরীক্ষা বাড়ানোর কারণে দৈনিক করোনা রোগীও রেকর্ড পরিমাণে বেড়েছে যুক্তরাষ্ট্রে। এমন পরিস্থিতিতে কিছু কিছু রাজ্যে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, দেশটিতে আক্রান্তের প্রকৃত সংখ্যা প্রকাশিত সংখ্যার চেয়ে ১০ গুণ বেশি হতে পারে।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) জানিয়েছে, দেশটির দুই কোটির মানুষ করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারে। দেশজুড়ে সংগ্রহ করা রক্তের নমুনার ভিত্তিতে এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা।

সিডিসির পরিচালক ড. রবার্ট রেডফিল্ড বলেছেন, আমরা অনুমান করছি এই মুহূর্তে একজন রোগী শনাক্ত হয়ে থাকলেও আক্রান্তের প্রকৃত সংখ্যা আসলে ১০ জন। সেই হিসাবে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের প্রকৃত সংখ্যা ইতোমধ্যে হয়তো দুই কোটি ছাড়িয়ে গেছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh