• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভারতে একদিনে রেকর্ড ১৭,২৯৬ জন করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ জুন ২০২০, ১৮:০২
over 17000 covid-19 cases in india in 24 hours for 1st time
সংগৃহীত

ভারতে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ২৯৬ জন। যা এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এছাড়া গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪০৭ জনের।

ভারতে এ পর্যন্ত মোট ৪ লাখ ৯০ হাজার ৪০১ জন করোনায় আক্রান্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে করোনায় প্রাণ হারিয়েছে ১৫ হাজার ৩০১ জন। তবে আগের তুলনায় সুস্থ হয়ে ওঠার হার বেড়েছে। এ পর্যন্ত দেশে ২ লাখ ৮৫ হাজার ৬৩৬ জন সুস্থ হয়ে উঠেছে।

ভারতে করোনায় আক্রান্তের দিক দিয়ে এখনও শীর্ষে মহারাষ্ট্র। রাজ্যটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৭৪১ জন। মহারাষ্ট্রে করোনায় মারা গেছে ৬ হাজার ৯৩১ জন। ২৪ ঘন্টায় সেখানেও সর্বোচ্চ ৪ হাজার ৮৪১ জন করোনা আক্রান্ত হয়েছে।

বাণিজ্য নগরীর পরেই বেহাল অবস্থা রাজধানীর। দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছে ৭৩ হাজার ৭৮০ জন। মারা গেছে ২ হাজার ৪২৯ জন। গত ২৪ ঘন্টায় দিল্লিতে নতুন করে ৩ হাজার ৩৯০ জন আক্রান্ত হয়েছে। এসময় মারা গেছে আরও ৬৯ জন।

ভারতে আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে তামিলনাড়ু। রাজ্যটিতে এ পর্যন্ত ৭০ হাজার ৯৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে সেখানে মৃতের হার তুলনামূলক কম। এখন পর্যন্ত রাজ্যটিতে মারা গেছে ৯১১ জন।

উল্লেখ্য, বিশ্বে করোনায় আক্রান্ত দেশের তালিকায় ভারতের অবস্থান চতুর্থ। পুরো বিশ্বে এখন পর্যন্ত ৯৭ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ। আর মারা গেছে ৪ লাখ ৯২ হাজার ৩৯৫ জন। তবে সুস্থ হয়েছে হয়েছে ৫২ লাখ ৭২ হাজারের বেশি মানুষ।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
X
Fresh