• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মাস্ক না পরায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রীকে জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জুন ২০২০, ২৩:০৩
Bulgarian PM fined for not wearing mask
বুলগেরিয়ার প্রধানমন্ত্রী

করোনা প্রতিরোধে মুখে মাস্ক না পরায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বারিসভকে ১৭৪ মার্কিন ডলার জরিমানা করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সম্প্রতি গির্জা পরিদর্শনকালে করোনার সুরক্ষামূলক ফেস মাস্ক না পরায় তাকে এ জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) তাকে এই জরিমানা করা হয় বলে আন্তর্জাতিক মিডিয়ায় গুরুত্ব দিয়ে খবরটি প্রচার করা হয়েছে।

রয়টার্সের খবরে আরও বলা হয়, দেশটিতে গত সপ্তাহে করোনাভাইরাসের সর্বোচ্চ সংক্রমণ হয়। এর ফলে সোমবার (২২ জুন) দেশটির সব ঘরোয়া আয়োজনে আবারও মাস্ক বাধ্যতামূলক করে আদেশ জারি করেন স্বাস্থ্যমন্ত্রী কিরিল আনানিয়েভ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী ছাড়াও ওই অনুষ্ঠানে সাংবাদিক, ফটোগ্রাফার ও ক্যামেরাপার্সন এবং প্রধানমন্ত্রীর সঙ্গীদের অনেকেই মাস্ক পরেনি এদের প্রত্যেককেই জরিমানা করা হবে।

প্রধানমন্ত্রী বয়কো বারিসভ রাজধানী সোফিয়ার দক্ষিণে গির্জাটি পরিদর্শনে যান। হাজার বছরের পুরনো এই গির্জাটির বর্ণিল দেয়ালচিত্র বিখ্যাত। বুলগেরিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র এটি।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের
মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি নিহত
হার্টের রিংয়ের দাম বাড়বে না 
অবৈধ হাসপাতাল-ক্লিনিকের বিষয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
X
Fresh