• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

জাপানি সম্রাটের সিংহাসন ছাড়ার ইঙ্গিত

অনলাইন ডেস্ক
  ০৮ আগস্ট ২০১৬, ১৬:৩০

বয়স বেড়ে যাওয়া এবং স্বাস্থ্যের অবনতি হওয়ায় সিংহাসন ছাড়ার ইঙ্গিত দিলেন জাপানের সম্রাট আকিহিতো। সোমবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি সে ইঙ্গিতই দেন।

তিনি বলেন, বয়স ও স্বাস্থ্যের অবনতির কারণে তার দায়িত্ব পালন কষ্টকর হয়ে পড়েছে। জাপানে সম্রাটের দায়িত্ব যথারীতি পালিত হবে বলে আশা প্রকাশ করেন ৮২ বছর বয়সী আকিহিতো।

তবে জাপানের আইনে সিংহাসন ছাড়ার কোন বিধান নেই। সম্রাট আকিহিতো তার পদ থেকে সরে দাঁড়ালে জাপানের আইনে পরিবর্তন আনতে হবে।

এ ব্যাপারে প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, সরকার গুরুত্বসহকারে বিষয়টি নিয়ে আলোচনা করছে।

১৯৮৯ সাল থেকে জাপানের সম্রাটের দায়িত্ব পালন করছেন আকিহিতো।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh