• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

করোনায় প্রথম বিশ্বযুদ্ধের মৃত্যুকে ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ জুন ২০২০, ১৫:৪৬
Coronavirus Leaves More Americans Dead Than World War I
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৭৪০ জনের মৃত্যু হয়েছে। এর ফলে প্রথম বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রে যত মানুষের মৃত্যু হয়েছিল করোনাভাইরাসের কারণে দেশটিতে এর চেয়ে বেশি মানুষের মৃত্যু হলো। খবর এনডিটিভির।

বাল্টিমোর ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ লাখ ১৬ হাজার ৮৫৪ জনের মৃত্যু হয়েছে। টানা দুইদিন দেশটিতে ৪০০-র কম করে মানুষের মৃত্যু হয়েছে। তবে হঠাৎ করে দেশটিতে আবার বেড়েছে মৃত্যুর সংখ্যা।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, একই সময় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৩৫১ জন। সবমিলিয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২১ লাখ ৩৪ হাজার ৯৭৩ জন। করোনার কারণে মৃতের সংখ্যা ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের যত সেনা মারা গিয়েছিল গত এপ্রিলেই সেই সংখ্যা ছাড়িয়ে যায়।

লকডাউন তুলে নেয়ার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে ব্যবসাপাতি খুলছে। এমন পরিস্থিতিতে প্রতিদিনই দেশটিতে প্রায় ২০ হাজার করে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। কিছু কিছু অঙ্গরাজ্যের অবস্থা তো আরও খারাপ। এসব রাজ্যে মহামারি শুরু হওয়ার এই প্রথম সর্বোচ্চ সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে।

করোনাভাইরাসের কারণে এমনিতেই অর্থনীতি ভেঙে পড়েছে। আর নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন। এমন পরিস্থিতিতে কোনোভাবেই আর লকডাউন দিতে রাজি নয় ট্রাম্প প্রশাসন। তবে ফেডারেল রিজার্ভের প্রধান জেরোমি পাওয়েল বলেছেন, মহামারি নিয়ে উল্লেখযোগ্য অনিশ্চিয়তা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতি স্বাভাবিক হবে না।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র : পররাষ্ট্র মন্ত্রণালয়
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
X
Fresh