• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

করোনায় ভারতে একদিনে সর্বোচ্চ ২০০৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ জুন ২০২০, ১০:৫৮
The number of people infected and dying from coronavirus is increasing day by day in India
সংগৃহীত

ভারতে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৩ জনের মৃত্যু হয়েছে। একদিনে মৃত্যুর হিসাবে এটিই এখন পর্যন্ত দেশটির সর্বোচ্চ। সবমিলিয়ে দেশটিতে এখন পর্যন্ত ১১ হাজার ৯০৩ জন করোনায় মারা গেছে। আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়ে গেছে।

ভারতের মহারাষ্ট্র রাজ্যেই এখন পর্যন্ত ৫ হাজার ৫৩৭ জন করোনায় মারা গেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ১ হাজার ৪০৯ জনের। মৃত্যু বাড়ছে রাজধানী দিল্লিতেও। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ৪৩৭ জনের। সবমিলিয়ে সেখানে ১ হাজার ৮৩৭ জন করোনায় মারা গেল।

এছাড়া গুজরাটে ১ হাজার ৫৩৩ জন, তামিলনাড়ুতে ৫২৮ জন, পশ্চিমবঙ্গে ৪৯৫ জন, মধ্যপ্রদেশে ৪৭৬ জন, উত্তরপ্রদেশে ৪১৭ জন, রাজস্থানে ৩০৮, তেলাঙ্গানায় ১৯১ জন ও হরিয়ানায় ১১৮ জনের মৃত্যু হয়েছে।

একদিনে এত ‍বিপুল সংখ্যক মানুষ মৃত্যুর পাশাপাশি বেড়েছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ১০ হাজার ৯৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে ৩ লাখ ৫৪ হাজার ৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছে ভারতে।

আরও পড়ুন

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh