• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ভারতে একদিনে আক্রান্ত ১২ হাজার, ফের লকডাউনের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ জুন ২০২০, ১০:৪৬
coronavirus covid 19 tracker india
ছবি-সংগৃহীত

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১২ হাজার মানুষ। ধারণা করা হচ্ছে আবারও লকডাউনের ঘোষণা আসতে চলেছে।

রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে জানানো হয়, একদিনে মোট ১১ হাজার ৯২৯ জন আক্রান্ত হয়েছে। যা আগের সব রেকর্ড অতিক্রম করেছে। সরকারী হিসেব অনুযায়ী মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২০ হাজার ৯২২ জনে।

এনডিটিভি জানাচ্ছে, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩১১ জনের। সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ হাজার ১৯৫ জনে।

এরই মধ্যে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্যকে ছাড়িয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। ১৩৭ কোটি জনসংখ্যার দেশটির উপরে রয়েছে রাশিয়া, ব্রাজিল ও যুক্তরাষ্ট্র।

এদিকে রোববার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সঙ্গে করোনা মোকাবিলা নিয়ে আলোচনা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ইন্ডিয়া টাইমস জানিয়েছে, উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির সভাপতি সব পরিষ্কার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এরপর লকডাউনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত
‘চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বাংলাদেশ-ভারতের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে’
ভারতের লোকসভা নির্বাচনে শুক্রবার থেকে ভোটগ্রহণ
শনিবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রা
X
Fresh