• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ইউরোপে দ্বিতীয় ধাপে মহামারির আশঙ্কা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ জুন ২০২০, ০৯:৩৬
The second stage of the epidemic in Europe
ফাইল ছবি

ইউরোপে দ্বিতীয় ধাপে করোনাভাইরাস মহামারির আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদে কিছুদিন ধরে যে বিশাল গণবিক্ষোভ হচ্ছে তাতে আগামী কয়েক সপ্তাহের মধে্যই দ্বিতীয় ধাপে করোনাভাইরাস মহামারির আশঙ্কা করছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তারাসহ বিশেষজ্ঞরা।

কয়েকদিন ধরেই ইউরোপের বড় বড় শহরগুলোতে লাখো মানুষ বর্ণবাদ বিরোধী বিক্ষোভ চলছে।

রয়টার্সের খবরে বলা হয়, বৃহস্পতিবার ‘ইউরোপিয়ান সোসাইটি অব ইনটেনসিভ কেয়ার মেডিসিন’ এর প্রধান জোজেফ এক সংবাদ সম্মেলনে বলেন, যখন একে অপরের কাছ থেকে দেড় মিটার দূরে থাকতে বলা হচ্ছে, ঠিক তখনই প্রত্যেকে একে অপরের পাশাপাশি অবস্থান করছে, এমনকি একে অপরকে স্পর্শ করছে এটি মোটেই ভাল কথা নয়। এর ফলে আগামী দুই সপ্তাহের মাঝেই করোনা সংক্রমণ বেড়ে যেতে পারে। তবে এ কথা যেনো সত্য না হয়।

গোটা ইউরোপ জুড়ে এখন করোনাভাইরাস মহামারি প্রথম পর্যায় পেরিয়ে কেবল ব্যবসা-বাণিজ্য চালু করে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। সংক্রমণও গত কয়েক সপ্তাহে কমে এসেছে অনেকটাই।

তবে বড় বিক্ষোভ ছড়িয়ে পড়ার আগেও বিজ্ঞানীদের ধারণা ছিল, দ্বিতীয় ধাপের মহামারি হতে পারে গ্রীষ্ম শেষ হওয়ার পর।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ ব্রাসেলস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট
বাংলাদেশের নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বিবৃতি
X
Fresh