• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনায় যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ জুন ২০২০, ২২:২৫
UK report more than 40,000 Coronavirus deaths
বিবিসি থেকে নেয়া

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তারা বলছে যে, দেশটিতে নতুন করে আরও ৩৫৭ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৪০ হাজার ২৬১ জন করোনায় মারা গেছে। খবর বিবিসির।

করোনায় মৃত্যুর সংখ্যার দিক দিয়ে সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত এক লাখ ৮ হাজার মানুষ করোনায় মারা গেছে। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাজ্যেই। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, পুরোপুরি বৈশ্বিক তুলনা করতে আরও অনেক মাস লাগতে পারে।

এর আগে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ছিল ইতালির। তবে দেশটিতে এখন পর্যন্ত ৩৩ হাজার ৬০০ জন করোনায় মারা গেছে। এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। টানা কয়েকদিন দেশটিতে এক হাজারের বেশি করে মানুষ মারা যাওয়ায় ব্রাজিলে এখন মৃতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গেছে।

যুক্তরাজ্য সরকার মৃতের যে পরিসংখ্যান দিয়েছে প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে। কারণ যাদের পরীক্ষার পর করোনা ধরা পড়েছে এবং মারা গেছে, ব্রিটিশ শুধু সেই সংখ্যাটা হিসাব করেছে। তবে ব্রিটেনের পরিসংখ্যান সংস্থাগুলো মঙ্গলবার জানিয়েছে, দেশটিতে মৃতের সংখ্যা আরও অনেক বেশি। তাদের হিসাবে গত মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত দেশটিতে ৪৮ হাজার ১০৬ জন করোনায় মারা গেছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
রোহিঙ্গাদের জন্য ৭৩ কোটি টাকা সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
X
Fresh