• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতে একদিনে করোনায় রেকর্ড আক্রান্ত ও মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ জুন ২০২০, ১৬:৪৮
record number of people infected and died in india in one day
সংগৃহীত

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৭৭০ জনে পৌঁছেছে। আজ শুক্রবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আক্রান্তদের মধ্যে ৬ হাজার ৩৪৮ জন মারা গেছে। এছাড়া এক লাখ ৯ হাজার রোগী সুস্থ হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৯ হাজার ৮৫১ জন করোনায় আক্রান্ত হয়েছে। দেশটিতে একদিনে এত সংখ্যক মানুষ এর আগে সংক্রমিত হয়নি। যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন এবং ইতালির পরে করোনা মহামারিতে আক্রান্ত দেশগুলোর মধ্যে ভারত সপ্তম স্থানে রয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে ২৭৩ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে মৃত্যুর দিক দিয়ে সর্বোচ্চ। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ভারতে ৬ হাজার ৩৪৮ জনের মৃত্যু হলো। এই বৃদ্ধির ফলে নেদারল্যান্ডসকে টপকে মোট মৃত্যুর দিক দিয়ে বিশ্বে ১২তম স্থানে চলে এলো ভারত।

ভারতে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্র রাজ্যে। রাজ্যটিতে এ পর্যন্ত ২ হাজার ৭১০ জন মারা গেছে। এরপরেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট। সেখানে এ পর্যন্ত ১ হাজার ১৫৫ জন মারা গেছে।

করোনায় রাজধানী দিল্লিতে ৬৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মধ্যপ্রদেশে ৩৭৭ জন, পশ্চিমবঙ্গে ৩৫৫ জন, উত্তরপ্রদেশে ২৪৫ জন, তামিলনাড়ুতে ২২০ জন, রাজস্থানে ২১৩ জন ও তেলঙ্গানায় ১০৫ জনের মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
X
Fresh