• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনায় আক্রান্ত হয়ে পাকিস্তানে মন্ত্রীর মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ জুন ২০২০, ১৭:৪৬
corona, pakistan, india,
গুলাম মুর্তজা বেলুচ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাকিস্তানের সিন্ধ প্রদেশের মন্ত্রী গুলাম মুর্তজা বেলুচ মারা গেছেন। তিনি দেশটির সিন্ধ প্রদেশের মানব ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী ছিলেন।

পাকিস্তানের গণমাধ্যম ডন তার প্রতিবেদনে জানায়, সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ জানিয়েছেন, গুলাম মুর্তজা বেলুচ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) একজন সাহসী ও পরিশ্রমী সদস্য ছিলেন। তার স্থান অন্যজনকে দিয়ে পূরণ করা কঠিন কাজ হবে।

সম্প্রতি পাকিস্তানে করোনাভাইরাসের কারণে কড়াকড়ি তুলে নিয়েছে সরকার। জনসমাগম এবং ব্যবসা-বাণিজ্য পুনরায় চালুর অনুমতি দেয়া হয়েছে। খুলে দেয়া হয়েছে মসজিদ সহ ধর্মীয় উপাসনালয়গুলো। আর এর পর থেকেই দেশটিতে আক্রান্তের সংখ্যাও বাড়ছে।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৪ হাজার ৬৫ জন এবং মারা গেছে ৬৭ জন।

এখন পর্যন্ত পাকিস্তানে করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৪৬৩ এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৬৮৮ জনের। তবে এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ২৮ হাজার ৯২৩ জন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নামাজ চলাকালে মসজিদে এসি বিস্ফোরণ
বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ
সেহরিতে মসজিদের মাইকে অনবরত ডাকাডাকি, যা বললেন আহমাদুল্লাহ 
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম!
X
Fresh