• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

এক সপ্তাহের জন্য নয়াদিল্লির সীমান্ত বন্ধ: কেজরিওয়াল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ জুন ২০২০, ১৭:০৫
New Delhi border closed for a week: Kejriwal
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

ভারতের রাজধানী নয়াদিল্লির সীমান্ত এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতেই তিনি উদ্যোগ নিয়েছেন। আজ সোমবার (১ জুন) তিনি এ সিদ্ধান্ত নেন।

এনডিটিভি জানায়, দিল্লির মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে জানান, দিন দিন করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। অর্থনীতির কথা বিবেচনা করে সব পরিষেবাই স্বাভাবিক করা হচ্ছে। তবে সংক্রমণ ঠেকাতে আপাতত এক সপ্তাহের জন্য দিল্লির সীমান্ত বন্ধ রাখা হচ্ছে। বিভিন্ন পরিষেবায় ছাড় পেলেই দেশের বহু মানুষ দিল্লিতে আসবেন। সেজন্য রাজ্যে দ্রুত করোনা ছড়াবে। তবে জরুরি পরিষেবা ও এই পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা যাতায়াত করতে পারবেন। তারা ই-পাস দেখালে সীমান্তে আটকানো হবে না।

তিনি আরও বলেন, এই সিদ্ধান্তের বিষয়ে দিল্লির মানুষের সাথে পরামর্শ করা হয়েছে। তাদের পরামর্শ করেই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন যদি একবার সীমান্ত খুলে দেয়া হয় তাহলে গোটা দেশের মানুষ চিকিৎসার জন্য দিল্লিতে আসতে শুরু করবেন। এর ফলে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রবাসীদের জন্য দুঃসংবাদ দিলো সৌদি
X
Fresh