• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতে একদিনে সর্বোচ্চ ৮৩৮০ জন করোনায় আক্রান্ত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ মে ২০২০, ২২:২৫
In India, a maximum of 6360 people are affected by corona in one day
ফাইল ছবি

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। শুক্রবার দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৯৬৪ জন। যা ছিল গতকাল পর্যন্ত একদিনে সর্বোচ্চ। তবে সেই রেকর্ডও ভেঙে গেছে আজ।

রোববার (৩১ মে) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৮ হাজার ৩৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একদিনে এটিই সর্বোচ্চ আক্রান্ত। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৯৩ জন।

টাইমস অব ইন্ডিয়া জানায়, করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র, সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে।

এছাড়া রাজধানী দিল্লিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৮ হাজার মানুষ। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৬৩ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, ভারতে করোনায় এখন পর্যন্ত ১ লাখ ৮২ হাজার ৪৯০ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছে ৫ হাজার ১৮৬ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৬ হাজার ৯৮৪ জন। হাসপাতাল ও আইসোলেশনে চিকিৎসাধীন ৯০ হাজার ৩২০ জন। এদের মধ্যে ৮ হাজার ৯৪৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh