• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘মৃত্যুদন্ডের বিধান ফিরিয়ে আনা হবে’

অনলাইন ডেস্ক
  ০৮ আগস্ট ২০১৬, ১১:২৭

তুর্কি জনগণের সমর্থন এবং পার্লামেন্টের অনুমোদন পেলে তুরস্কে আবারো মৃত্যুদন্ডের বিধান ফিরিয়ে আনবেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রোববার ইস্তাম্বুলে লাখো মানুষের সমাবেশে দেয়া ভাষণে একথা বলেন তিনি।

এরদোগান বলেন, ১৯৮৪ সাল পর্যন্ত মৃত্যুদন্ডের বিধান ছিলো তুরস্কে। সার্বভৌমত্বের মালিক জনগণ। যদি জনগণ এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয় তাহলে সেটি বাস্তবায়ন করবে রাজনৈতিক দল।

এ সময় তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনসহ তার সমর্থকদের তুরস্ক থেকে নিশ্চিহৃ করারো হুঁশিয়ারি দেন।

গেল মাসে এরদোগান সরকারের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার প্রতিবাদে সর্বদলীয় 'গণতন্ত্র ও শহীদ' সমাবেশ ডাকা হয়। এতে সরকারের সমর্থক ছাড়াও অনেক ধর্মীয় নেতা ও দেশটির অন্তত তিনটি বিরোধী দলের সমর্থকরা যোগ দেন। একে তুরস্কের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ বলছেন বিশ্লেষকরা।

ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর তুরস্কের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি সামলাতে কট্টর অবস্থান নিয়েছেন এরদোগান। যার সমালোচনা করছে পশ্চিমা দেশগুলো।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh