• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নিরাপত্তা পরিষদে বৈঠকের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব, চীনের প্রত্যাখ্যান

অনলাইন ডেস্ক
  ২৮ মে ২০২০, ১৫:৪৮
Zhang Jun
ঝাং জুন

হংকং ইস্যুতে আলোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) অধিবেশন আয়োজনে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে চীন।

আজ বৃহস্পতিবার (২৮ মে) এ খবর প্রকাশ করেছে এএফপি।

হংকংয়ের বিষয়ে চীন যে সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচানার প্রস্তাব করা হয়। প্রস্তাবে বলা হয়, চীনের এই অবস্থানের কারণে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিঘ্ন ঘটতে পারে। তাই এ ব্যাপারে চীনের অবস্থান ব্যাখা করতে নিরাপত্তা পরিষদের বৈঠক আয়োজন করতে হবে।

এর জবাবে, জাতিসংঘে নিযুক্ত চীনের বিশেষ প্রতিনিধি ঝাং জুন বুধবার (২৭ মে) এক টুইটার বার্তায় জানান, নিরাপত্তা পরিষদের বৈঠকের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রস্তাবনা সম্পূর্ণ ভিত্তিহীন। হংকংকে চীনের জাতীয় নিরাপত্তা আইনের আওতায় আনার বিষয়টি সম্পূর্ণ অভ্যন্তরীণ। এ বিষয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক প্রয়োজন নেই।

১৯৮৪ সালে চীন ও ব্রিটেনের মাঝে সমঝোতা অনুসারে হংকংকে সর্বোচ্চ স্বাধীনতা এবং সায়ত্ত্বশাসনের অধিকার দিয়ে ৫০ বছরের জন্য চীনের অধীনে দেয়া হয়। ১৯৯৭ সালে বাস্তবায়িত হওয়ায় ওই চুক্তির মেয়াদ ২০৪৭ পর্যন্ত রয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির আহ্বান জানালেন চীনের কালচারাল কাউন্সিলর 
X
Fresh