• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

স্যামসাংয়ের চেয়ারম্যান গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১২

প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে ঘুষ প্রদানসহ নানা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হলেন দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্যসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লী যায় ইয়ং।

পার্ক জিউনের ইমপিচমেন্ট কেলেঙ্কারির সঙ্গে মামলাটি সম্পর্কিত বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। দুর্নীতিবিরোধী অভিযানে তদন্ত প্রক্রিয়ায় স্যামসাংয়ের শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করে পুলিশ।

চলতি সপ্তাহের প্রথমেই তাকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করা হয়। তার বিরুদ্ধে রাজনৈতিক সুবিধার বিনিময়ে অলাভজনক ফাউন্ডেশন পরিচালনার জন্য প্রেসিডেন্ট জিউনকে প্রায় ৪০ মিলিয়ন ডলার ঘুষ দেয়ার অভিযোগ রয়েছে।

তবে ওই অভিযোগ অস্বীকার করেছেন লী যায় ইয়ং ও তার প্রতিষ্ঠান। ঘুষ নেয়ার অভিযোগ প্রমাণিত হলে অভিশংসনের মুখে ক্ষমতা হারাতে পারেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট পার্ক জিউন হাই।

এফএস/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh