• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দুই মাসের মধ্যে ইতালিতে সবচেয়ে কম মানুষ করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ মে ২০২০, ১৫:৩২
Italy reports lowest coronavirus cases in two months
সংগৃহীত

ইউরোপের দেশ ইতালিতে অনেকটাই কমে এসেছে করোনাভাইরাসের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৩০০ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। সোমবার দেশটির জাতীয় বেসামরিক সুরক্ষা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। গত ২৯ ফেব্রুয়ারির পর দেশটিতে একদিনে করোনায় আক্রান্তের এটাই সর্বনিম্ন সংখ্যা। খবর সিএনএনের।

ইতালি সরকারের হিসাব অনুযায়ী, দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২.২৯ শতাংশ কমে গেছে। অর্থাৎ সোমবার পর্যন্ত ইতালিতে এখন সক্রিয় রোগীর সংখ্যা কমে ৫৫ হাজার ৩০০ জনে দাঁড়িয়েছে। আর ইনটেনসিভ কেয়ার সেন্টারে এখন ভর্তি রয়েছে ৫৪১ জন। যা গত ২৪ ঘণ্টায় ভর্তি থাকা রোগীর চেয়ে ১২ জন কম।

এদিকে আক্রান্তের সংখ্যা কমার পাশাপাশি দেশটিতে নতুন করে ৯২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইতালির কর্তৃপক্ষ। ইতালির জাতীয় বেসামরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, সবমিলিয়ে দেশটিতে ৩২ হাজার ৮৭৭ জন করোনায় মারা গেছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব মতে, ইতালিতে এখন পর্যন্ত দুই লাখ ৩০ হাজার ১৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।