• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

লকডাউন শিথিল করতে যাচ্ছে সৌদি আরব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ মে ২০২০, ০৯:২৯
Saudi Arabia is going to ease the lockdown
ফাইল ছবি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে সৌদি আরবে জারি করা লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। তবে পবিত্র মক্কা নাগরীতে ২৪ ঘণ্টা লকডাউন চলমান থাকবে।

আজ মঙ্গলবার আরব নিউজ এক প্রতিবেদনে জানায়, চলমান লকডাউনে প্রতিদিন বিকেল ৩টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত লকডাউন শিথিল থাকবে। অর্থাৎ এই সময়টুকু মানুষ কারফিউর আওতামুক্ত থাকবেন।

আগামী ৩১ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে লকডাউন শিথিল করার সাথে কিছু নির্দেশনা দিয়েছে সৌদি সরকার। এগুলোর মধ্যে আছে সামাজিক দূরত্ব মেনে চলা, একসাথে ৫০ জন লোকের জমায়েত নিষিদ্ধ থাকবে, স্বাস্থ্য-নীতি পালন করা।

এছাড়া খুব শিগগির অভ্যন্তরীণ ফ্লাইট চালু এবং দেশের মধ্যে ভ্রমণের ব্যাপারেও নিষেধাজ্ঞা তুলে নেয়ার ইঙ্গিত দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।