• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ভেনিজুয়েলার জলসীমায় প্রবেশ করেছে ইরানের দ্বিতীয় তেল ট্যাংকার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ মে ২০২০, ১৯:৫৫
ভেনেজুয়েলার জলসীমায় প্রবেশ করেছে ইরানের দ্বিতীয় তেল ট্যাংকার
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের পতাকাবাহী দ্বিতীয় তেল ট্যাংকার ‘ফরেস্ট’ ভেনিজুয়েলার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জলসীমায় প্রবেশ করেছে।

আজ সোমবার (২৫ মে) তেহরানের স্থানীয় সময় ভোর সাড়ে ৬টার দিকে ভেনিজুয়েলার জলসীমায় প্রবেশ করে ‘ফরেস্ট’। এরপর দেশটির নৌবাহিনী ও বিমান বাহিনীর সেনারা ইরানি তেল ট্যাংকারকে স্কর্ট করে ভূ-ভাগের দিকে নিয়ে যায়। প্রথম জাহাজকে মার্কিন যুদ্ধজাহাজ অনুসরণ করলেও দ্বিতীয় জাহাজের বেলায় তা দেখা যায়নি।

এর আগে রোববার (২৪ মে) সকালে ইরানের প্রথম তেল ট্যাংকার ‘ফরচুন’ ভেনিজুয়েলার পানিসীমায় প্রবেশ করে। দুটো ট্যাংকারই ভেনিজুয়েলার ইআই পালিটো বন্দরে পৌঁছে গেছে। আরও তিনটি জাহাজ ‘ক্ল্যাভেল’, ‘ফ্যাকসন’ ও ‘পতুনিয়া’ ভেনিজুয়েলার জলসীমার দিকে এগিয়ে যাচ্ছে।

ভেনিজুয়েলা তেলসমৃদ্ধ দেশ হলেও সাম্প্রতিক সময়ে দেশটির তেল শোধানাগারগুলো অচল হয়ে পড়ার কারণে দেশটিতে পরিশোধিত তেলের অভাব দেখা দেয়। আমেরিকার অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের পাঁচটি তেল ট্যাংকার ভেনিজুয়েলার জন্য ৪৩ মিলিয়ন লিটার পরিশোধিত তেল ও তেলজাত পণ্য নিয়ে দেশটির উদ্দেশে যাত্রা করে।