• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘নিউইয়র্ক টাইমস’এর প্রথম পাতায় ছিল শুধুই করোনায় মৃতদের নাম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ মে ২০২০, ১৮:১২
‘নিউইয়র্ক টাইমস
নিউইয়র্ক টাইমস

২৪ মে ‘নিউইয়র্ক টাইমস’এর প্রথম পাতায় ছিল না কোনও খবর। ছাপা পত্রিকার প্রথম পাতায় পুরোটা জুড়ে ছিল আমেরিকায় করোনায় মারা যাওয়া এক লাখ ব্যক্তির নাম।

কোনো সংবাদপত্রের ইতিহাসে প্রথমবারের মতো এটিই এমন ঘটনা। পত্রিকাটির প্রথম পাতায় অন্য আর কোনও সংবাদ ছিল না, এমনকি কোনও ছবিও ছিল না। করোনায় যারা মারা গেছেন তাদের স্মরণ রাখার জন্য ‘নিউইয়র্ক টাইমস’-এর এমন ব্যতিক্রমী উদ্যোগ।

পত্রিকাটির শিরোনাম করা হয় 'আমেরিকায় মৃত্যু প্রায় এক লাখ, এক ধারণাতীত ক্ষতি।’শুধু প্রথম পাতা নয়, ভেতরের তিন পাতাজুড়ে এক হাজার মানুষের নাম ছিল।

২৩ মে রাত পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আমেরিকায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা ৯৮ হাজার ছাড়িয়ে গেছে। তবে অনেকেই মনে করেন আমেরিকায় মৃত্যুর সংখ্যা অনেক আগেই এক লাখ পেরিয়ে গেছে।