• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে রোববার ঈদ, ঘরে ঈদের নামাজ আদায়ের পরামর্শ ইসলামিক স্কলারদের

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

  ২৩ মে ২০২০, ০৮:২১
Eid Prayer
প্রতীকী ছবি।

যুক্তরাষ্ট্রে আগামীকাল (২৪ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে ধর্মপ্রাণ মুসলমানগণ উদযাপন করবেন প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রে গত ২৪ এপ্রিল থেকে শুরু হয়েছিল পবিত্র রমজান। ৩০ রোজা পূর্ণ করে ২৪ ঘণ্টা লকডাউনের মধ্যে ঘরে বসে এবার ঈদের নামাজ আদায় করতে হবে। কোথাও ১০ জনের বেশি জমায়েত না হওয়ার নির্দেশনা রয়েছে কর্তৃপক্ষের। তাই ঈদগাহে কিংবা মসজিদে ঈদের জামাত করার কোন সুযোগ নেই এবার। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।

সিনিয়র ইসলামিক স্কলাররা ঘরে ঈদের নামাজ আদায়ের পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন। তারা বলেছেন, ঘরে ঈদের নামাজ আদায় করতে কোনো বাধা নেই। সবাইকে ঈদের নামাজ ঘরে আদায়ের পরামর্শ দিয়েছেন ইসলামিক স্কলাররা।

এদিকে করোনাভাইরাস মহামারির কারণে এবার ঈদের আনন্দ নেই প্রবাসীর মাঝে।

উল্লেখ্য, সৌদি আরবেও ঈদুল ফিতর উদযাপিত হবে ২৪ মে রোববার। আর বাংলাদেশে ২৫ মে সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানা গেছে।

জিএ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভয় পাচ্ছেন জোফরা আর্চার!
যুক্তরাষ্ট্র থেকে আরও ১৩০ কোটি ডলারের অস্ত্র কিনছে ইসরায়েল
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
X
Fresh