logo
  • ঢাকা শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০, ১৯ অগ্রহায়ণ ১৪২৭

আসছে আরও ১০টি বড় দুর্যোগ

10 more dangerous disaster coming
সংগৃহীত

প্রতি বছরই নানান প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে বিশ্ব। প্রত্যেকটি বিপর্যয়ের ধরণ আবার আলাদা রকমের। বিজ্ঞানীর গবেষণায় উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। একবিংশ শতকেও পৃথিবীর ওপরে আঘাত হানতে পারে বহু প্রাকৃতিক বিপর্যয়। যার জেরে ধ্বংস হয়ে যেতে পারে আমাদের পৃথিবী। খবর কলকাতাটুয়েন্টিফোরসেভেনের।

একনজরে দেখে নিন বিশ্বে আসন্ন ১০টি ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়:

১০. আমেরিকার দাবানল

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানীদের মতে, ২০৫০সালের মধ্যে বহুবার দাবানলের কবলে পড়বে যুক্তরাষ্ট্রের বনাঞ্চল। পরিসংখ্যান অনুসারে ওই দেশের বনাঞ্চলে প্রতি বছর গড়ে ৩০ থেকে ৫০ হাজার দাবানল হতে পারে।

৯. অগ্ন্যুৎপাত

খুব শিগগিরই ভয়াবহ অগ্ন্যুৎপাতের কবলে পড়তে চলছে বারোয়াবুঙ্গা নামক আগ্নেয় উপত্যকা।যার ফলে আইসল্যান্ডের কাছে হতে পারে ভয়াবহ ভূমিকম্প। একবারে বড় ভূমিকম্প না হলেও কম সময়ের মধ্যে একাধিকার কেঁপে উঠতে পারে ওই এলাকা।

৮. চিলিতে ভূমিকম্প

২০৬৫ সালের মধ্যে বহুবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠবে চিলি। বিজ্ঞানীদের মতে রিখটার স্কেলে চিলিতে হওয়া ভূমিকম্পের তীব্রতা থাকবে গড়ে ৮.২। ভয়াবহ কম্পনের ফলে হতে পারে সুনামি। ভূপৃষ্ঠের ৬০-৯৭ কিমি গভীরে থাকবে ভূমিকম্পের উৎসস্থল।

৭. জাপানে জোড়া ভূমিকম্প

চলতি বছরই জোড়া ভূমিকম্পে কেঁপে উঠতে চলেছে জাপান। সূর্যোদয়ের দেশের র‍্যক্যু বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে রিখটার স্কেলে ২০২০ সালে জাপানে হওয়া জোড়া ভূমিকম্পের তীব্রতা থাকবে ৯।

৬. পর্বতে অগ্ন্যুতপাত

সূর্যোদয়ের দেশ জাপানেও হতে পারে ভয়াবহ অগ্ন্যুৎপাত। জাপানের পার্বত্য অঞ্চলগুলোতে হতে পারে ভয়াবহ অগ্ন্যুৎপাত। এর জেরে মারাত্মক ক্ষতি হতে পারে মানুষের।

৫. অরেগাঁওতে সুনামি

সিসমোগ্রাফ যন্ত্রে ৮ থেকে ৯ তীব্রতা নিয়ে সুনামি ধেয়ে আসতে পারে অরেগাঁওতে। ২০৬৫ সালের মধ্যে ঘটতে পারে এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়।

৪. প্লাবন

আমেরিকার পূর্ব উপকূলবর্তী এলাকায় হতে পারে ভয়াবহ প্লাবন। মহাকাশ গবেষক সংস্থা নাসার দেয়া তথ্য অনুসারে, ২০৫০ সালের মধ্যে ভয়াবহ প্লাবনের কবলে পড়তে চলেছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল।

৩. ক্যারিবিয়ান সাগরে সুনামি

লন্ডন কলেজ বিশ্ববিদ্যালয় এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে ভয়াবহ সুনামি দেখা দিতে পারে ক্যারিবিয়ান সাগরে। এর জেরে সমুদ্রগর্ভে তলিয়ে যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অংশ।

২. ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্প

আগামী কয়েক দশকের মধ্যেই বিধ্বংসী ভূমিকম্পের সম্মুখীন হতে চলেছে ক্যালিফোর্নিয়া। এমনই দাবি করেছে ভূমিকম্প গবেষক সংস্থা ইউএসজিএস। রিখটার স্কেলে ৮ বা তারচেয়েও বড় মাপের ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

১. ভয়ানক সৌর ঝড়

আগামী এক দশকের মধ্যেই পৃথিবীর দিকে ধেয়ে আসতে চলেছে ভয়ানক সৌর ঝড়। বিশ্বের প্রায় সব প্রান্তেই এই ঝড়ের প্রভাব পরবে বলেই আশঙ্কা বিশেষজ্ঞ মহলের।

RTVPLUS