• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতে একদিনে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ মে ২০২০, ১৫:০৪
record number  people in India infected with coronavirus in one day
সংগৃহীত

ভারতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। এরইমধ্যে ভাঙছে আক্রান্তের আগের সব রেকর্ড। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণলায়ের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ছ’হাজার ৮৮ জন। একদিনে এত সংখ্যক মানুষ এর আগে আক্রান্ত হয়নি। এর ফলে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ১৮ হাজার ৪৪৭ জনে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪৮ জনের। সবমিলিয়ে ভারতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে তিন হাজার ৫৮৩ জন। এরমধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে এক হাজার ৪৫৪ জনের। ৭৭৩ জন মারা গেছে গুজরাটে। আর মধ্যপ্রদেশে ২৭০ জন, পশ্চিমবঙ্গে ২৫৯ জন, দিল্লিতে ১৯৪ জন, রাজস্থানে ১৫১ জন ও উত্তরপ্রদেশ ১৩৮ জনের মৃত্যু হয়েছে।

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যার দিক দিয়ে এখনও শীর্ষে মহারাষ্ট্র। দেশটির মোট আক্রান্তের তিন ভাগের এক ভাগই সেখানে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে দুই হাজার ৩৪৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৬৪২। এরমধ্যে মুম্বাই শহরেই আক্রান্তের সংখ্যা ২৫ হাজারেরও বেশি।

আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। ওই রাজ্যে ১৩ হাজার ৯৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এরপর রয়েছে গুজরাট। সেখানে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৯০৫ জন। আর রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৬৫৯ জন। তবে আক্রান্তের সংখ্যা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেলেও বাড়ছে সুস্থ হওয়ার সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত ৪৮ হাজার ৫৩৪ জন করোনা রোগী সুস্থ হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে তিন হাজার ২৩৪ জন।